মোঃ মোশাররফ হোসেন মনির,মুরাদনগর:–
কুমূল্লার মুরাদনগর উপজেলায় বিএনপির মিছিলে সশস্ত্র হামলার ঘটনা তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
জানা গেছে, শুক্রবার দুপুরে এস আই সেকান্দরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলা সদরে হামলার ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছে। স্থানীয়রা গত ২২ জানুয়ারি বিএনপির মিছিলে সশস্ত্র হামলার ঘটনার সত্য বিবরণ তুলে ধরে। তারা এই ঘটনায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের জড়িত থাকার কথা বলেন।
স্থানীয় সূত্রে জানায়, জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত টীম চলে গেলে ওই মামলার আসামীরা স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের হুমকী-ধামকি দেয়। তদন্ত টীমের কাছে সত্য কথা বলায় দুইজন ব্যবসায়ীর প্রতিষ্ঠান টিনের দোকান মোবারক ট্রেডার্স ও মাসুদ কনফেকশনারি বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়া হয়।
উলেল্লখ্য, গত ২২ জানুয়ারি মুরাদনগরে বিএনপির মিছিলে সশস্ত্র হামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে আহত হয়। এ ঘটনায় ২৮ জানুয়ারি সদর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ সহ ২৮ জনের নাম উল্লেখ করে উপজেলা কৃষক দলের সহ-সভাপতি এমদাদুল হক সিরাজ বাদী হয়ে কুমিল্লা দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা দায়ের করেন।
