চট্টগ্রাম:–
বর্তমান দেশের মানবাধিকার পরিস্থিত উন্নত করতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কার্যক্রম অবশ্যই সরকারের জন্য সহায়ক। সরকার তাদের বিভিন্ন প্রস্তাবনা ও প্রতিবাদ কে ইতিবাচক দিক থেকে বিবেচনা করলে দেশের ও মানুষের অনেক উন্নতি হবে। একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মী মানবাধিকার সমুন্নত ও সংরক্ষন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় ২৫ এপ্রিল বেলা ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন একথা বলেন। প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমিশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক লায়ন এম. জাফর উল্লাহ। আবুল বরকত আকাশের সঞ্চালনায় এতে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ড. মঈনউদ্দিন আহমদ খাঁন, ড. মাহফুজ পারভেজ, জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট সাইদুল ইসলাম, এডভোকেট মাসুদুল আলম বাবলু। কর্মশালায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মমতাজ মিয়া, এস.এম. আজিজ, এডভোকেট এস.এম. ফারুক সোহেল, এনামুল হোসেন মিন্টু, চান্দ মিয়া, ইদ্রিস আলম, এডভোকেট আনিসুল হক, এডভোকেট নাসির উদ্দিন, মিনু রানী দাশ প্রমুখ।
