মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:–
মুরাদনগর উপজেলা আ’লীগের বিবদমান দু’গ্রুপের সংঘর্ষের জের ধরে এক পক্ষ প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষে বৃহস্পতিবার কুমিল্লার দ্রুত বিচার আদালতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ সম্পাদক আ, ক, ম গিয়াস উদ্দিন কে প্রধান আসামী করে অর্ধশতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মামলা করেছেন ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা জায়, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদনগরে আগমন উপলক্ষে গত ১৬ এপ্রিল বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে বিবদমান আ’লীগের ইউছুফ হারুন-জাহাঙ্গীর গ্র“পের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্র“পের প্রায় ১৮ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কুমিল্লার দ্রুত বিচার আদালতে ইউছুফ হারুন গ্র“পের শেখ মনির বাদি হয়ে জাহাঙ্গীর গ্র“পের যুবলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ সম্পাদক আ, ক, ম গিয়াস উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ছাত্রলীগ কেন্দ্রীয কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ভিপি জাকির সহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনের নামে মামলা করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...