ঢাকা:–
সাভারের ভবন ধসের ঘটনায় ব্যাপক হতাহতের কারণে ১৮দলের ডাকা মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া টানা ৩৬ ঘণ্টা হরতালের শেষ বেলায় তা প্রত্যাহার করা হয়েছে। হরতাল বুধবার সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ হওয়ার কথা ছিল।
বুধবার দুপুর বিকেল সোয়া তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ কথা জানান। এর আগে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ঢাকা জেলা ও মহানগরে হরতাল প্রত্যাহারের কথা জানান।