আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর:–
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেয়ার দাবিতে বুধবার সকালে বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। নাসিরনগর-সরাইল মহাসড়কে কলেজ মোড় চত্বরের রাস্তায় দীর্ঘ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নাসিরনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহন করে সংহতি প্রকাশ করেছেন। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নাসিরনগর প্রতিনিধি মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বিজেপির ভাইস চেয়ারম্যান আহসানুল হক মাস্টার, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মহিউদ্দিন আহমেদ,নাসিরনগর প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া, আমার দেশ পত্রিকার সরাইল প্রতিনিধি শামসুল আরেফিন, সাংবাদিক মোবারক হোসেন, আলী আজম। সভায় বক্তারা অবিলম্বে দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেয়ার দাবিসহ সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
