মোঃ জামাল উদ্দিন দুলালঃ–
মঙ্গলবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে উপজেলার পাঁচপুকুরীয়ায় ঘরে ঘরে গ্যাসের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গৃহিনীরা।
জানাযায়, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী মুরাদনগরের শ্রীকাইলে একটি গ্যাসক্ষেত্র উদ্বোধন কালে গ্যাস সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দেয়নি তাই হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার উপজেলার পাঁচপুকুরীয়া সহ কয়েকটি স্থানে গৃহিনীদের এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। এ দিকে উপজেলার দক্ষিনের ৬টি ইউনিয়নবাসী গ্যাসের দাবীতে প্রতিদিনই কোন না কোন স্থানে বিক্ষোভ মিছিল মানববন্ধন সহ নানান কর্মসুচি পালন করে আসছে। গ্যাসের দাবীতে মুরাদনগর বাসীর মধ্যে ক্রমেই ক্ষোভ বাড়ছে। উল্লেখ্য দেশের ২৫টি গ্যাসক্ষেত্রের মধ্যে মুরাদনগর উপজেলাতেই ৫টি গ্যাসক্ষেত্র রয়েছে। এ ব্যাপারে আন্দোলনকারীরা বলেন, দাবী পুরন না হলে সড়ক অবরোধ, গ্যাস লাইনের কাজ বন্ধ সহ তারা আরো কঠোর কর্মসুচি দিবে।