কুমিল্লা প্রতিনিধি:–
১৮ দলের ডাকা ৩৬ঘন্টা হরতালের সমর্থনে প্রথম দিনে নগরীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ করে মহানগরী ছাত্রশিবির। মিছিলে নেতৃত্বদেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী সভাপতি মনির আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এমদাদুল হক মামুন, মাহবুবুর রহমান, ও মহানগরী জামায়াত নেতা মজিবুর রহমান ভূঁইয়া,মহানগরী শিবির সেক্রেটারী শাহাআলম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন, অফিস সম্পাদক,মোঃ মোজাম্মেল হক,অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক জামাল আহমেদ মোল্লা, স্কুল কার্যক্রম সম্পাদক শাহেদুল ইসলাম পাটোয়ারি, পাঠাগার সম্পাদক সদর উদ্দীন শাহাদাত প্রমুখ। তিনি তার বক্তব্যে বলেন, সরকার তৌহিদী ছাত্র-জনতার প্রিয় নেতাকে আটক করে সারা দেশে ছাত্র সমাজকে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের নিঃশর্তে মুক্তির দাবি জানান। অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। অপরদিকে হরতাল সফল করায় কুমিল্লা মহানগর বাসীকে অভিনন্দন জানিয়েছেন মহানগর শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ছাত্র নেতা মনির আহমেদ।
