কুমিল্লা:–
কুমিল্লায় হরতালের সমর্থনে সকাল থেকেই মিছিল পিকেটিং শুরু করেছে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড, শহীদনগর, সৈয়দপুর ও চৌদ্দগ্রামে সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে হরতালকারীরা।
এদিকে হরতালের সমর্থনে নগরীর কান্দিরপাড়ে হরতাল সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে ১৮দলীয় জোট। এছাড়াও টমছমব্রিজ, চকবাজার ও শাসনগাছায় পৃথক মিছিল করেছে বিএনপি, জামায়াত, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
নগরীর চকবাজার, জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এছাড়াও মুরাদনগর, লাকসাম, বুড়িচং, বিপুলাসারে হরতালের সমর্থনে মিছিল পিকেটিং করেছে বিএনপি ও জামায়াত কর্মীরা।