—-কাজী কোহিনূর বেগম তিথি
তোমায় নিয়ে ভাবনা
বেগম মমতাজ তুমি
যার লেখায় মুগ্ধ মোরা
একালের পাঠক যারা।
দিয়েছ মোদের
অনেক নাটক-গল্প-ছড়া
প্রবন্ধও অনেক
যা এনেছে খ্যাতি- বিশ্বে।
সকাল-সন্ধা বাঙ্গালী জাতির
দাগ টেনেছে হৃদয়ে
দোয়া করি আমাদের মাঝে
থাকবে চিরঞ্জীব হয়ে।
তুমি কল্যানময়ী মানব দরদী
জানি আমরা জানি
তাইতো তোমায় দিয়েছেন সরকার
বেগম রোকেয়া উপাধি।
লেখিকা এবং সমাজ কর্মী
kazitithi@gmail.com
01712351243,01929738307