নিজস্ব প্রতিবেদক:–
কুমিল্লা নগরীর কাঠেরপুল এলাকায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের জের ধরে রোববার রাতে জিসান (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জিসান নগরীর কাঠেরপুল এলাকার সেলিমের ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানির ভ্যান চালক। রোববার রাত সাড়ে ১২টার কাঠেরপুল এলাকায় জিসানের বাড়ির সামনেই তাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, রোববার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে জিসানের সঙ্গে স্থানীয় কয়েকজনের সংঘর্ষ হয়। এর জের ধরে রাতে জিসানের বাড়ির সামনেই তাকে বুকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
