–জান্নাতুল ফেরদৌসী (নিলু)
বায়ান্নতে ভাষা পেলাম, একাত্তরে মাটি
রক্ত দিয়ে এই মাটিতে, গড়ি বসত বাড়ি।
যাঁদের ত্যাগে মাটি পেলাম,যাদের ত্যাগে ভাষা
জীবন দিয়ে করব পূরণ, তাদের স্বপ্ন আশা।
পাগাড় সাগর অরণ্য মাঠ, সবুজ পরিবেশ
এই যে হলো একাত্তরের, স্বাধীন বাংলাদেশ।
আমাদের পতাকা আমাদের প্রাণ,
বিশ্বে আমাদের করে সম্মান।
একাত্তরের বীর শহীদের ভাই
আমরা দেশের সুখ শান্তি চাই।
বাংলার ইঞ্চি,ইঞ্চি মাটি, সোনার চেয়েও খাটি।
রক্ত দিয়ে করবো রক্ষা, বাংলাদেশের মাটি।
চাই যে মাগো স্বাধীনতা
চাইনা কামান গুলি
চাইনা যে আর রক্ত খেলা,
উড়ুক মাথার খুলি।
চাই আন্যায়ের তক্ত,
ধরে রাখতে স্বাধীনতা দেব গায়ের রক্ত।
মুক্ত চিত্র জাগ্রত করে
ঝড় ঝঞ্ঝায় দাড়াবো রুখে
বাংলা আর রইবেনা দুঃখে।
থাকবেনা তার রূপের কোন শেষ
গর্ভ করে বলবো মোরা, স্বাধীন বাংলাদেশ।