শামীমা সুলতানা :–
আজ ২১ এপ্রিল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুর ও সিঙ্গুলায় মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে মহাসড়কের দাউদকান্দির রায়পুরে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি রড বোঝাই ট্্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ঘটনাস্থলে ট্্রাকের হেলপার নারায়ণগঞ্জ পাগলাবাজার চিতাশাল গ্রামের রমজান আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩২) মারা যায় এবং চালক আহত হয়।
অপরদিকে মহাসড়কের দাউদকান্দির সিঙ্গুলায় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়লে ঘটনাস্থলে বাসের হেলপার কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ সোহেল (২৫) ও বাসযাত্রী একই গ্রামের আঃ মালেকের স্ত্রী জুলেখা বেগম (৫২) মারা যায় এবং ৭ জন আহত হয়। দুঘর্টনা কবলিত গাড়ি ও লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
