ঢাকা :–
আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমান তার সিদ্ধান্তে অনঢ় রয়েছেন বলে জানিয়েছেন জামায়াতের অ্যাডভোকেট তাজুল ইসলাম।
রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে তার অনশন ভাঙ্গানোর জন্য জামায়াতের দুই আইনজীবীর অনুরোধের পরও তিনি তার দৃঢ় সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে মন্তব্য করেন তাজুল ইসলাম।
এ সময় সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও ট্রাইব্যুনালে ডিফেন্সের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট তাজুল ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রিজন সেলে সাক্ষাতের সময় অনশন ভাঙ্গার জন্য তারা মাহমুদুর রহমানকে অনুরোধ করলে তিনি খুব মৃদুস্বরে তার এই সিদ্ধান্তের কথা জানান।
তাজুল ইসলাম বলেন, ‘তার শারীরিক অবস্থা খুবই দুর্বল। তবে তিনি তার সিদ্ধান্তে অনঢ়। এ কথাগুলো তিনি খুব আস্তে আস্তে আমাদের কাছে বলেছেন।’
অন্যদিকে, রোববার মাহমুদুর রহমানের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রীর দায়ের করা রিটের আদেশ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ১৭ এপ্রিল দুপুরে মাহমুদুর রহমানকে সিএমএম কোর্টে নেওয়া হলে সেখানে উপস্থিত সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে তিনি ডিবি কার্যালয়ে রিমান্ডে বিভিন্ন নির্যাতনের অভিযোগ করেন।
নির্যাতিত মাহমুদুর রহমান তার বৃদ্ধা মায়ের শারীরিক অসুস্থতা বিবেচনা করে নির্যাতনের বিবরণ না দিয়ে কেবল বলেন, ‘নির্যাতনের বিবরণ দেওয়ার ভাষা আমার জানা নেই। বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে।’
রক্তাক্ত পাজামা দেখিয়ে তিনি বলেন, ‘মৃত্যুকে পরোয়া করি না। নাগরিক সমাজের প্রতি শুধু এতোটুকু বলবো, তিনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো। আমৃত্যু অনশন চলবে।’