আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষ ফুফাতো ভাইয়ের লাঠির আঘাতে আহত জানু মিয়া (৫৫) ) নামে এক কৃষক মারা গেছেন। । শনিবার বিকালে উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে ডোবা থেকে পানি সেচে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের ফুফাতো ভাই আলমাছ মিয়ার সাথে কথাকাটার এক পর্যায়ে তারই ভাই আবুইছা মিয়ার হাতে থাকা লাঠি দিয়ে জানু মিয়ার মাথায় আঘাত করে। এতে জানু মিয়া মারাত্মকভাবে আহত হয়। আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তির পর রাতেই মারা যায়।