চান্দিনা (কুমিল্লা)প্রতিনিধি:–
চান্দিনা উপজেলার কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন কৈশোর এর দশ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃত্তিপ্রদান করা হয়। শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, জাতীয় মানবাধিকার কনভেনশন এর চেয়ারম্যান মো. এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জোয়াগ ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু তাহের ভূইয়া, কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লাল সরকার, দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আঞ্জুমান আরা, সাপ্তাহিক নয়ারবি’র নির্বাহী সম্পাদক তাহমিদুর রহমান দিদার, সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সালামতুল্লাহ্। চান্দিনা, কচুয়া এবং বরুড়া উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫জন শিক্ষার্থীদের মাধ্যে বৃত্তি প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
