মোঃ জামাল উদ্দিন দুলালঃ–
শুক্রবার গভীর রাতে দেবিদ্বার উপজেলার হেতিমপুর গ্রামের মৃত আঃ খালেকের পুত্র মোঃ জুয়েল রানার বসত ঘর থেকে গেইটের তালা ভেঙ্গে মটর সাইকেল ২টি চুরি করে নিয়ে যায় এবং থানায় সাধারন ডাইরী করা হয়।
জানাযায়, উপজেলার হেতিমপুর গ্রামের মৃত আঃ খালেকের পুত্র মোঃ জুয়েল রানার বসত ঘর থেকে গেইটের তালা ভেঙ্গে ২টি মটর সাইকেল চুরি করে নিয়ে যায়। মটর সাইকেল ২টি হল কাল রংঙ্গের চায়না জাজা ইঞ্জিন নং- ০০৬৯৫৩, চেসিস নং- ১০৩৪৪৫ অপরটি হল কাল রংঙ্গের ১৫০ সিসি, মটর সাইকেল ২টি চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে মোঃ জুয়েল রানা বাদী হয়ে শনিবার দুপুরে দেবিদ্বার থানায় একটি সাধারন ডাইরী করেন।
