সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
একজন মা-ই পারে সু-শিক্ষায় শিক্ষিত করে একজন সু-সন্তান তৈরি করতে। সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে একজন মাকে কঠোর পরিশ্রম করতে হয়। একজন সচেতন মা ছোট বেলা থেকেই তার সন্তানের প্রতি যত্নবান হলে সে সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসতে পারে। তাই সমাজে মায়েদের ভুমিকা অত্যন্ত গুরুত্ব পুর্ণ। মা সমাবেশের মাধ্যমে আমাদের মায়েদের সচেতন করে তুলতে হবে। মায়েরা সচেতন হলেই একটি সুস্থ্য ও সুন্দর জাতি উপহার দেওয়া সম্ভব। ২০ এপ্রিল সকালে উপজেলার আসাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি হাজী আবুল কাশেম এর সভাপতিত্বে বক্তারা এসব কথা বলেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমেনা বেগম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভুইয়া। উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফজলুর রহমান, মোশাররফ হোসেন ভুইয়া, আবদুল আলীম, আবদুল কাদের ভুইয়াসহ স্কুলের ছাত্রছাত্রীদের মা,স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
