শামীমা সুলতানা :–
‘দেশে আজ চারদিকে অন্ধকারের ঘনঘটা, অপরাজনীতির করালগ্রাসে দেশবাসী বিপর্যস্ত। জনগণ এখন আতঙ্কে দিনযাপন করছে। দুর্নীতি, স্বজনপ্রীতি আমাদেরকে সীমাহীন সমস্যায় পর্যবসিত করেছে। এসমস্ত অপশক্তি থেকে পরিত্রাণ পেতে আমাদেরকে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এ অপশক্তিকে রুখতে হবে। আর এ জন্য আমাদের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানাই।’ ১৯ এপ্রিল দাউদকান্দির ইলিয়টগঞ্জে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত বৈশাখ উদযাপন ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রখ্যাত ভাষাসৈনিক, পরমাণু বিজ্ঞানী, বিশিষ্ট কবি-সাহিত্যিক ড. জসীম উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
পরিবেশ কর্মী অধ্যাপক মতিন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নুরুল গণি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, চেয়ারম্যান আনোয়ার হোসেন, জওহর লাল বণিক প্রমুখ।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ জনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ডা. জাকির নায়েকের বাংলায় কন্ঠদানকারী-অনুবাদক ও নাট্যকার আনোয়ার শাহী, শিক্ষায়-আব্দুল খালেক, মহৎ শিক্ষক-সিরাজুল ইসলাম মাস্টার, মুক্তিযুদ্ধে-কিশোর মুক্তিযোদ্ধা শেখ টুকু মিয়া, সামাজিক উন্নয়নে-শিসউক, বিজ্ঞানে-বিজ্ঞানী আবু মুছা সরকার, গ্রামীণ উন্নয়নে-শহীদ উল্লাহ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারী এস. এম. মিজান। অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন, সংগঠনের সিনিয়র সদস্য উজ্জ্বল হোসেন রানা, এনামুল হক, আব্দুল হাই রাশেল, নুরুল ইসলাম নুমান, মামুন খার, হাসান মাহমুদ প্রমুখ। পরে স্থানীয় শিল্পিদের নিয়ে এক জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
