সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার ও মাহমুদুর রহমানের মুক্তি দাবীতে আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:–
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার,দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় গোল চত্বর এলাকায় দীর্ঘ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক সমিতি আশুগঞ্জ ইউনিটসহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মি এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহন করে সংহতি প্রকাশ করছেন।শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন শেষে স্থানীয় গোলচত্বর বাসষ্ঠ্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।আশুগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করে জেলা বিএনপি‘র সহসভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আলমগীর কবির,উপজেলা বিএনপি‘র সহসভাপতি হাজী মোঃ সাদেকুর রহমান,মোঃ রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শাজাহান সিরাজ,জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন,মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম পারভেজ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আক্তারুজ্জামান রঞ্জন,সাংবাদিক সমিতির আশুগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ,দৈনিক আমারদেশ প্রতিনিধি সাদেকুল ইসলাম সাচ্চু,দৈনিক ইনকিলাব ও জিটিভি স্থানীয় প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির,প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম,জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোল্লা,সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর খা,তফসিরুল আলম তুষার,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম,শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ।সভায় বক্ত্যরা অবিলম্বে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি ও দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবী করেন।অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনের হুমকি দেন।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply