আরিফুল ইসলাম সুমন,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:–
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় টর্ণেডোতে ক্ষতিগ্রস্থ এলাকায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের জন্য টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমে ক্ষতিগ্র¯ ’ ২৪০ টি পরিবারকে ১ বান্ডিল করে টিন ও নগদ ৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ২৬ জনকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য মোট ২৮ লক্ষ ৬০ হাজার টাকার সহায়তা প্রদান কার্যক্রম গত বৃহস্পতিবার শুরু হয়।
বাসুদেব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর উদ্ধোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক লাল হোসেন। বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেসার উদ্দিন শের শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান , জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন উপস্থিত ছিলেন ।
এ অনুষ্ঠানে চান্দি বাসুদেব এলকার ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে ।
