চাঁদপুর প্রতিনিধি:–
ঢাকায় অনুষ্ঠিত ৮ম বাংলাদেশ গেমসে সাঁতার ও অ্যাথলেটে অংশ নিচ্ছে চাঁদপুর জেলা দল। আজ রাতে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে। সাঁতার দলের খেলোয়াড় : মাইনুদ্দিন, শুভ, মিঠু, হাসান, কোচ আশিষ কুমার লোধ। অ্যাথলেট : আয়েশা, তাসলিমা, সাথী, বিথি ও কাওছার, কোচ মামুন সরকার।
সাঁতার কোচ ও অ্যাথলেট কোচ সাংবাদিকদের জানিয়েছেন এ প্রথম চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে গেমসে অংশ নেয়ার জন্য অনেক আগ থেকে প্রস্তুতি শুরু করেছেন। তার সাথে অংশগ্রহণের জন্য সকল প্রকার সরঞ্জামাদি প্রদান করেছেন জেলা ক্রীড়া সংস্থা। এ জন্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।