ঢাকা :–
আজকের অনন্যার এবারের পর্বে অতিথি হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন আমাদের দেশের চার অঙ্গনের চার জন সফল নারী। এরা হলেন-শারমীন লাকী, ঝুমু খান, তানিয়া খান এবং শামীম আরা নীপা। তারা বলবেন নিজেদের জীবনের পথচলার জানা অজানা নানা কথা।
তানিয়া আহমেদের উপস্থাপনায় ও উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।