ঢাকা:–
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের শরীরে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট কলামিস্ট ও কবি ফরহাদ মজহার।
শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ফরহাদ মজহার বলেন, আমি মাহমুদুর রহমানের বন্ধু ও বর্তমানের তার পরিবারের অভিভাবক হিসেবে তার স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে তাকে হাসপাতালে দেখতে যাই। সেখানে গিয়ে আমি মাহমুদুর রহমানকে পর্যবেক্ষণ করে তার হাতে এবং পায়ে কালো ক্ষত চিহ্ন দেখতে পেয়েছি। পরে আমি অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে জানতে পেরেছি এগুলো ইলেকট্রিক শকের চিহ্ন।
তিনি বলেন, আপনারা জানেন, মাহমুদুর রহমান গত পাঁচদিন ধরে তিনটি দাবিতে অনশন করছেন। পুলিশি নির্যাতন এবং অনশনের ফলে তার জীবন এখন বিপন্ন। আমরা গিয়েছিলাম তার অনশন ভাঙানোর জন্য। কিন্তু তিনি এতোটাই শক্ত মনের মানুষ যে, আমাদের বলেছেন, ‘আমি নিজের জন্য অনশন করছি না। আমি আমার মা, আমার পত্রিকার গ্রেফতার হওয়া কর্মচারী ও বন্ধ প্রেস খুলে দেয়ার দাবিতে অনশন করছি।