শামসুজ্জামান ডলার:–
শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলা সভা কক্ষে দৈনিক চাঁদপুর কন্ঠ কর্তৃক আয়োজিত পাঞ্জেরী ৫ম বির্তক প্রতিযোগীতার প্রান্তিক পর্বের সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এতে উপজেলার ১৭টি স্কুল ও কলেজ অংশগ্রহন করে। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। উক্ত সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মঞ্জুর আহাম্মেদ মঞ্জু। বক্তব্যে তিনি বলেন, দৈনিক চাঁদপুর কন্ঠ যে বির্তক প্রতিযোগীতার আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। কারণ, এই বির্তক প্রতিযোগীতার মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে। অজোপাড়া গাঁয়ের কোমলমতি শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগীয় সুন্দর সুন্দর বক্তব্য ও তর্ক যুক্তি উপস্থিাপন করেছে তা দেখে অবাক হয়েছি। তারা যে এতোটুকু জানে তা আমি আগে জানতাম না। তাই আমি ঘোষনা করেছি বির্তক প্রতিযোগীতায় চুড়ান্ত পর্বে যারা চ্যাম্পিয়ন এবং রানারআপ হবে তাদেরদে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশুনার জন্য খরচ আমি বহন করব। তাছাড়া ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল আয়োজন করা হবে, সেসব আয়োজনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করে যাবো।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। পরিচালনা করেন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাৎ। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম, ছেঙ্গারচর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আলাউদ্দিন আহাম্মেদ, মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্যাহ প্রধান, দৈনিক চাঁদপুর কন্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকির, দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পনের মতলব উত্তর ব্যুরো প্রধান শামসুজ্জামান ডলার, দৈনিক আমার দেশের মতলব প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব উত্তর ব্যুরো প্রধান মাহবুব আলম লাভলু প্রমুখ। এসময় মতলব উত্তর উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ও অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
