পারভেজ মোশাররফ গ্রেফতার

ঢাকা:–
পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার সকালে রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত চাক শাহজাদের খামারবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে বৃহস্পতিবার আদালত মুশাররফের জামিন আবেদন বাতিল করে গ্রেফতারের আদেশ দিলে তিনি তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের সহায়তায় পালিয়ে যান। এরপর নিজের খামার বাড়ি চাক শাহজাদে অবস্থান করলে তাকে গৃহবন্দি করা হয়।

পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানায়, পাকিস্তান রেঞ্জার্স এবং পুলিশের বিশেষ বাহিনী শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্বেচ্ছা নির্বাসনে লন্ডন ও দুবাইয়ে কাটিয়ে গত ২৪ মার্চ পাকিস্তানে ফিরে আসেন মুশাররফ। আগামী ১১ মে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা ছিল তার। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার জন্য শেষ পর্যন্ত ভোটে লড়তে পারছেন না তিনি। চারটি আসনে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন মুশাররফ। তবে সবক’টিতেই তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। সূত্র: জিও টিভি, ডন।

Check Also

রিয়াদে জ্যাবের ‘অমর একুশে’ আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রির্পোটার :– “অমর একুশের চেতনায় গন মানুষের মনে জেগে উঠুক উজ্জলতা উৎকৃষ্টতা” শীর্ষক আলোচনা ...

Leave a Reply