ব্রাহ্মণবাড়িয়া:–
ভাড়া বৃদ্ধি, নৌপথে ড্রেজিং, মেরিন কোর্টে হয়রানির প্রতিকারসহ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সপ্তম দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে সার, সিমেন্ট, পাথর, কয়লা, বালি নিয়ে দুই লক্ষাধিক টন মালামাল নিয়ে বন্দরে গত সাত দিন ধরে আটকা পড়ে আছে দুই শতাধিক মালবাহী কার্গো জাহাজ। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা যায়, গত শুক্রবার থেকে কার্গো মালিকদের ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সপ্তম দিনের মতো লাগাতার ধর্মঘটের কারণে আশুগঞ্জ নদীবন্দর থেকে ছেড়ে যায়নি কার্গো জাহাজ ও কোনো মালবাহী নৌযান। আটকা পড়া মালবাহী জাহাজের পণ্য কার্গোজাহাজ থেকে মালামাল খালাস করতে না পারায় পণ্য সরবরাহকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে নদীবন্দরের সব কার্যক্রম। বেকার হয়ে পড়েছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক।
বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু জানান, ভাড়া বৃদ্ধি, নৌপথে ড্রেজিং, মেরিন কোর্টে হয়রানির প্রতিকারসহ নয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে। আর না হলে এ শিল্পকে লে-অফ ঘোষণা করব।