আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর:–
উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক ও লাখাই উপজেলার মুড়াকুড়ির মধ্যবর্তী বলভদ্র নদীর তীরে কালিবাড়ির চরে অষ্টমী স্নান বান্নি (মেলা) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টম এ দিনে স্নান হয় বলে এর নামকরণ হয়েছে “অষ্টমী স্নান”। সর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক হিন্দু নারী-পুরুষ কালিবাড়ি চরের বলভদ্র নদীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পূণ্যস্নান করতে নেমে পড়েন। এ উপলক্ষে বিকালে আয়োজন করা হয় বান্নির। মেলায় গৃহস্থালী পণ্যসহ বিভিন্ন ধরনের খেলনা বিক্রি হয়। যুগ যুগ ধরে এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজন বিভিন্ন ধরনে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। এছাড়া সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা এখানে পাঠা বলি দিয়ে থাকে। এবারের মেলায় প্রচুর লোক সমাগম হয়েছে। তবে মেলার পাশাপাশি জুয়াড়ীদের তৎপরতা ছিল লক্ষণীয়। মেলার পার্শ্ববর্তী ধানী জমিতে রাত পর্যন্ত চলে জুয়া খেলা।
