ঢাকা :–
গ্রিসের একটি স্ট্রবেরি খামারে বৃহস্পতিবার অভিবাসী কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে সেখানকার একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালিয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহত কর্মীদের বেশিরভাগই বাংলাদেশের অধিবাসী। আহতদের বেশির ভাগকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে।-খবর বিবিসি
গ্রিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলার জামাল হুসেইন বিবিসিকে জানিয়েছেন তিনি আহত বাংলাদেশি কর্মীদের দেখতে ওই এলাকায় পৌঁছে গেছেন।
অ্যাথেন্স থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানান ঘটনাটি ঘটেছে পশ্চিম গ্রিসে অ্যাথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের এক খামারে। ওই এলাকায় কাজ করেন হাজার হাজার অভিবাসী কর্মী।
ওই খামারে কর্মরত প্রায় ২০০ কর্মী তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে খামারের একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালিয়েছে।