ব্রাহ্মণবাড়িয়া:–
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে একই সঙ্গে ১৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন- তাসলিমা (১৫) , ইয়াসিন (৫০) , মুসলেমা বেগম (৩৫), রাজিব (১৭), রহমতউল্লাহ (২৬), কিতাব আলী (৪৫), সবুজ (৩০), আমেনা (৬০), তাসলিমা (২৫) ইসহাক (১২), নাঈম (১) শারফিন (৬) সুমতি (৭০) ও মুক্তি (৮)।
জানা গেছে, বুধবার বিকেলে একটি কুকুর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলকার বিরাসার, নাটাই ও উত্তর পৈরতলা গ্রামের একই সঙ্গে ১৪ জনকে কামড়ে আহত করে। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী জানান, কুকুরের কামড়ের ভ্যাকসিন হাসপাতালে রয়েছে। কোনো সমস্যা হবে না।
পৌর মেয়র হেলাল উদ্দিন জানান, পাগলা কুকুরের কামড়ে এ ঘটনা ঘটেছে। পৌর এলাকায় বেওয়ারিশ কুকুর নিধনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।