ঢাকা:–
আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ মে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের অনুরোধে এই পরীক্ষা পেছানো হয়েছে বলে বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম সাংবাদিকদের জানান।
হরতালের কারণে এর আগে ১১ এপ্রিলের পরীক্ষা ১৯ এপ্রিল নেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছে যে ১৮ এপ্রিল তাদের পরীক্ষা আছে। তাই ভালো প্রস্তুতির জন্য ১৯ এপ্রিলের পরীক্ষা পেছানো উচিত। শিক্ষার্থীদের এই দাবি বিবেচনায় নিয়ে ১৯ এপ্রিল অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৩ মে করা হয়েছে।