নাসিরনগরে আশার বিএম ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর:–
বুধবার আশার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর আঞ্চলিক কার্যালয়ে উপজেলার ৭ টি ব্রাঞ্চের বিএমদের নিয়ে বিএম ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন সভাপতিত্বে¡ এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সাজেদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সদর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ সাফিউদ্দিন, কুন্ডা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আসাদুজ্জামান ,চৈয়ারকুড়ি ব্রাঞ্চের ম্যানেজার আলী আহসান খান, ফান্দাউক ব্রাঞ্চের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, চাতলপাড় ব্রাঞ্চের ম্যানেজার কবির আহমেদ,ভলাকুট ব্রাঞ্চের ম্যানেজার মোশারফ হোসেন, হরিনবেড় ব্রাঞ্চের ম্যানেজার আলী আকবর ও ব্রাঞ্চের ম্যানেজার দেবাংশু তালুকদার প্রমূখ । সভায় বিগত ৩ মাসের অগ্রগতি ও অর্জন বিশ্লেষণ সার্বিক বিষয়ে শতভাগ অর্জন বাস্তবায়নের ফলে ডিস্ট্রিক্ট ম্যানেজার সন্তোষ প্রকাশ করে আগামীতেও যেন এই ধারা অব্যহত থাকে তার জন্য সকল বিএমদের আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। সভায় গত (জানুয়ারি/’১৩-মার্চ’/১৩) ৩ মাসের ব্রাঞ্চের গতি-প্রকৃতি অর্থাৎ সদস্য ভর্তি/বাতিল, ঋণী সদস্য হ্রাস/বৃদ্ধি, এল.ও প্রতি ঋণী সদস্য লক্ষ্যমাত্রা/অর্জনসহ তা শতভাগ বাস্তবায়নের মাধ্যমে সংস্থার সার্বিক সেবা সহজশর্তে জনগনের মাঝে পৌছে দেয়ার জন্য সকল কর্মীকে আরো আন্তরিকভাবে কাজ করার জন্য বিএমদের প্রতি আহ্বান জানান।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply