ঢাকাঃ–
একাত্তর টেলিভিশনের প্রডিউসার তানভির আহমেদ-এর জীবন রক্ষার জন্য ৮০ ব্যাগ রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ AB+ve
ডাক্তারদের মতে যথা সম্ভব দ্রুত AB+ve পাওয়া গেলে তানভিরকে বাঁচানো সম্ভব। এই রক্ত ছাড়া অপারেশন করা যাবে না।
তাই সকলের নিকট আকুল আবেদন জানিয়েছেন তাঁর বন্ধু-বান্ধব ও নিকট জনেরা।
তানভিরের বন্ধু রাফে সাদনান আদেল জানিয়েছেন, কয়েক দিন পূর্বে কর্মরত অবস্থায় অফিস কক্ষের এয়ার কুলার বিষ্ফোরনে তানভির গুরতর আহত হয়েছিলেন।
আপনার বা আপনার বন্ধু-বান্ধব অথবা জানা মতে কারো রক্তের গ্রুপ AB+ve হলে অনুগ্রহ করে যোগাযোগ করুনঃ 01841710067 এবং 01841710157.