ঢাকা :–
প্রথমবারের মতো সামরিক বাহিনীর কাঠামো প্রকাশ করেছেন। একটি শ্বেতপত্রে নিজেদের সেনাবাহিনীর আকার, সদস্য ও কর্মকর্তা ইত্যাদির বিবরণ প্রকাশ করেছে পরাশক্তি হওয়ার দৌড়ে যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলা চীন।
এতে এশীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির সমালোচনা করা হয়। প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়, দেশটিতে সেনা সদস্য রয়েছেন ৮ লাখ ৫০ হাজার। নৌবাহিনীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ও বিমান বাহিনীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার।
বিবিসির খবরে বলা হয়, ২০১২ সালে চীনের সামরিক ব্যয় ১১.২ ভাগ বেড়েছে। ১৯৯৮ সালের পর এই প্রথম প্রকাশ করা হয় সামরিক বাহিনীর তথ্যবিবরণী বা শ্বেতপত্র। এতে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অনড় জাতীয় প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়।