মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা:–
চান্দিনা উপজেলার বরকইট ও মাইজখার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে পৃথক মতবিনিময় সভা করেছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যুবদল এর চান্দিনা উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মুন্সী, বিএনপি নেতা ময়নাল হোসেন মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনোয়ার পারভেজ শিমুল, যুবদল নেতা জাকির হোসেন, মো. মোতালেব, আক্তার হোসেন, জহিরুল ইসলাম, গিয়াস উদ্দিন সরকার, জাকির হোসেন, আবদুস ছালাম, মাসুদ, ইব্রাহীম, ইউসুফ প্রমুখ। মাইজখার ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনু মিয়া প্রধান, মাইজখার ইউনিয়ন যুবদল সভাপতি মো. আলী আশরাফ, সাধারণ সম্পাদক হাছান মাহমুদ হানিফ, মাইজখার ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি আবদুস ছালাম মীর, যুবদল নেতা আবুল কাশেম, ছাত্রদল সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, বিএনপি নেতা মো. আলী মিয়া প্রধান, সদ্য কারামুক্ত শাহিন আলম ও ইব্রাহীম প্রমুখ।
