মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা:–
চান্দিনা উপজেলার পিহর, মাধাইয়াসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে আটক করা ২৪ জুয়াড়ির মধ্যে ১৬ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গত রবিবার (১৪ এপ্রিল) ও সোমবার (১৫ এপ্রিল) চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে মাত্র ৮ জনকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়। অপর ১৬ জনকে রহস্যজনক কারণে ছেড়ে দেওয়া হয়। এদিকে আটকের পর পুলিশ আটককৃতদের তথ্য দিতেও টালবাহানা করে।
ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইন চার্জ মো. গোলাম মোর্শেদ জানান, যাচাই-বাছাই করে যারা ঘটনার সাথে জড়িত না তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
