এম.আমজাদ চৌধুরী রুনু, মালয়েশিয়া থেকে:–
সারাদেশটা আজ একটা কারাগার, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিরোধী মত প্রকাশকারীদের জেলে ঢুকিয়ে সারা দেশটাকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছে। ৯৫% মুসলমানের এই দেশে যখনই প্রিয় নবী ও আল্লাহকে নিয়ে কূটক্তি হচ্ছে তখনি মাহমুদুর রহমানের মতো একটা লোক তার কলমের খুঁচনিতে ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করেছে, তাই আজ তাকেও কারাগারে ঢুকিয়ে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। সত্যের পথে আপোষহীন বাংলার মানুষের প্রিয় পত্রিকা আমার দেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু সরকারকে হুশিয়ার করে দিতে চাই অবিলম্বে জাতীয় নেতৃবৃন্দ ও মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে সারা পৃথিবীর ন্যায় মালয়েশিয়া বিএনপি ও চুপ করে বসে থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনে আমরাও ঝাঁপিয়ে পড়ে এই স্বৈরাচারী সরকারকে বাংলার মাটি থেকে বিদায় করব ইনশাল্লাহ। গত ১৩ই এপ্রিল কুয়ালালমপুরের রেষ্টুরেন্ট রাজধানী-২তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবীতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মালয়েশিয়া বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন। আবদুস সামাদ এর পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে শহীদুজ্জামান রেজার পরিচালনায় ও মালয়েশিয়া বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ শহীদ উল্লাহ প্রস্তাবিত সভাপতি মালয়েশিয়া বিএনপি, প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- কামরুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক, দামানসারা বিএনপি, বিএনপি নেতা রতন, আল করিম, সুজা তারেক পরিষদ মালয়েশিয়ার যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম হিরণ, আহবায়ক কাজী সোহেল মাহমুদ, যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, বিএনপি নেতা শাহীন শিকদার, হেলাল আকন্দ প্রমুখ।
উপস্থিত ছিলেন- মালয়েশিয়া বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক এস কে ফয়েজ, শ্রমিকদল নেতা মোঃ আরিফ হোসেন, প্রচার সম্পাদক- কামাল উদ্দিন রানা, বিএনপি নেতা রফিক, আঃ হামিদ, নজরুল ইসলাম অদিদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ জুয়েল, শহিদুল ইসলাম শহীদ, সেকান্দার আলীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
