মুরাদনগর (কুমিল্লা)পৃতিনিধি:–
আগামী ২০ এপ্রিল (শনিবার) মুরাদনগরে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলার কাজী নজরুল মিলনায়তনে মুরাদনগর উপজেলা ইসলামী ফাউন্ডেশন এক প্রস্তুতি সভা করে।
সংঘঠনটি জানিয়েছে, প্রস্তুতি সভায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মৌলানা ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী-যুবলীগের উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু স্বপন কুমার সাহা, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা বশির আহম্মেদ,নজরুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি খোকন মিয়া ও ছাত্রলীগ নেতা শাহজালাল হোসেন রাকিব প্রমূখ।
