সিংড়া (নাটোর) প্রতিনিধি:–
নাটোরের সিংড়ায় ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপিত হয়েছে। বর্ষ বরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচী হাতে নেওয়া হয় । এসব কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গম্ভীরা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। স্থানীয় এমপি অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, ইউএনও সাইফুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, এসিল্যান্ট রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রসাশনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাম বাংলার চিরায়ত নানা সাজে মঙ্গল শোভাযাত্রা সবার দৃষ্টি কাড়ে এবং সিংড়া কোর্ট মাঠে উৎসবমূখর মানুষের ঢল নামে।
