জাপানের বৈশাখী মেলায় প্রবাসীদের মহোৎসব

আতিকুর রহমান,টোকিও থেকে:–
রবিবার ঐতিহ্যবাহী জাপানের টোকিও বৈশাখী মেলা’ ১৪২০ অনুষ্টিত হলো টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে।এই মেলা অন্যান্য ফেস্টিভ্যালের মত কোন অনুষ্টান শুধু নয় ,জাপানের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রবাসীদের উপচে পরা ভিড়ে পরিনত হয়েছে মহোৎসবে। জাপান প্রবাসী বাংলাদেশীদের প্রানের মেলা, মিলন মেলা খ্যাত এই ফেস্টিভ্যাল কে ঘিরে বাংলাদেশ কমিউনিটিতে অন্য রকম বর্ষবরন উৎসবের আমেজ ছিল।
সেচ্ছাসেবী সংগঠন জেবিএসের আয়োজনে এ মেলার অডিয়েন্স মাতিয়েছেন ক্লোজআপ-১ তারকা বাপ্পি, সেরা কন্ঠের শশী এবং ইমাম,শিল্পী সেলিম ও পাপ্পু।বাংলাদেশ থেকে আগত শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় জাপান প্রবাসীদের দু’টি সংগঠন উত্তরণ কালচারাল গ্রুপ এবং স্বরলিপি কালচারাল একাডেমি।
এবারের বৈশাখী মেলায় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, জাপানের সাবেক বর্তমান পার্লামেন্ট মেম্বার,সিটি নেতৃবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত আশরাফ-উদ-দৌলা ও খ্যাতিমান লিখক সাংবাদিক ইমদাদুল হক মিলন।
উল্লেখ্য, এবারের বৈশাখী মেলায় ১৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাংলাদেশীদের মালিকানাধীন ১৯টি রেস্টুরেন্ট এবং ১৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
টোকিওর পাশাপাশি জাপানের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা সংগঠিত হয়ে বর্ষবরন উদযাপন করেছে । রবিবার একই দিনে ফুকুউকা সিটির তেঞ্জিন সেন্টাল পার্ক ও নাগাসাকি ইউনিভার্সিটি এবং শনিবার ওসাকা সিটির কেস্টল পার্কে আনন্দঘন উৎসব মুখর পরিবেশে বৈশাখী বর্ষবরন উৎসব অনুষ্টিত হয়েছে।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply