ঢাকা :–
নববর্ষ উপলক্ষে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান জি-স্টুডিও কনসার্ট। অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে ব্যতিক্রমীভাবে যা আমাদের দেশীয় টিভি চানেলে প্রচারিত স্টুডিও কনসার্ট থেকে আলাদা। সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন জনপ্রিয় মডেল ও টিভি উপস্থাপক এ্যানি।
বৈশাখের বিশেষ এই ‘জি-স্টুডিও কনসার্টে’ অতিথি হিসেবে দর্শকদের গানের দোলায় মাতাতে জিটিভির স্টুডিওতে আসছেন বারী সিদ্দিকী।
নজরুল ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানটি বোরবার রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।