ঢাকা:–
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “আজকের এই শুভদিনে আমি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমি এই শুভ দিনে চাই বেগম খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হোক। দেশ থেকে স্বাধীনতা বিরোধীরা নিপাত যাক। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলি।”
রোববার সকালে মহানগর আওয়ামী লীগের বর্ষবরণ র্যালিপূর্ব সমাবেশে মায়া এসব কথা বলেন।
বাংলা নববর্ষ ১৪২০ বরণ করে রাজধানীতে র্যালি করে মহানগর আওয়ামী লীগ। রোববার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে বর্ষবরণ র্যা লিটি শুরু হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধৃ এভিনিউতে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের নেতারা।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মায়া বলেন, “আগামীতে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবে। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ও বিরোধী দলীয় নেতার দায়বোধ থেকে আপনি আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। আমরা লাশ চাই না, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গড়ি।”
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন. “আমরা ইসলামের সৌন্দর্য ধারণ করে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। অথচ ধর্মান্ধরা দেশটাকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। নববর্ষে আমাদের শপথ, সাম্প্রদায়িকতামুক্ত সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়বো। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করবো।”
তিনি বলেন, “একাত্তরে আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ৪২ বছর পরেও কেন প্রেতাত্মাদের বিরুদ্ধেই লড়াই করতে হচ্ছে।”
অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দীন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।