ব্রাহ্মণবাড়িয়া:–
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মানিক মিয়া (৩৫) খুন হয়েছেন। রোববার বাংলা নববর্ষের সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা যায়, চিনাইর গ্রামের মানিক মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার প্রবাসী বড়ভাই জসীম মিয়ার ছেলেদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকাল সাড়ে আটটার দিকে চাচার সঙ্গে ভাতিজা সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেলের ছোটভাই দা দিয়ে এলোপাতাড়িভাবে চাচাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনিক মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর নিহত মানিক মিয়ার বড়ভাই প্রবাসী জসীম মিয়ার পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবদুর রব জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাতিজারা বাড়ি ছেড়ে পালিয়েছে।