মোঃ মোশাররফ হোসেন মনির,মুরাদনগর:–
কুমিল্লার মুরাদনগর উপজেলায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কড়া নির্দেশনার পর অবশেষে কোম্পানীগঞ্জ নবীনগর সড়ক ও মুরাদনগর ইলিয়টগঞ্জ সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে।
জনা যায় কোম্পানীগঞ্জ নবীনগর সড়ক ও মুরাদনগর ইলিয়টগঞ্জ সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক দুটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। কিন্তু গত ১২ এপ্রিল শুক্রবার যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সড়ক পরির্দশনে এসে সড়কের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন। সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনসহ সকলকে মুরাদনগর উপজেলার সকল সড়ক মেরামতের জন্য কড়া নির্দেশনা প্রধান সহ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত সময় দেন। নির্ধারিত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ সম্পূর্ন নাহলে কর্মকর্তাদ্বয়দের বরক্ষাস্ত করা হবে বলে হুশিয়ারি প্রধান করেন। এরপর এই সড়ক দুটিতে রোববার সংস্কার কাজ শুরু হয়েছে।
সাধারন জনগন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রশংসা করে বলেন
আমাদের দেশের মন্ত্রীসভার সকল মন্ত্রী যদি ওবায়দুল কাদেরের মতো হত তাহলে আমাদের দেশের অনেক উন্নয়ন হতো।
