কামরুজ্জামান জনি, কুমিল্লা:–
রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লাবাসী বরণ করে নেয় বাংলা নববর্ষ- ১৪২০।
সকালে নগরীরর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন- সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ। পরে একটি বর্ণিল শোভাযাত্রায় নেতৃত্বদেন সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দীন বাহার। ধর্মসাগরের দক্ষিণপাড় মহিলা কলেজ মাঠে কুমিল্লা সাংস্কৃতিক জোট বৈশাখী উৎসবের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাপরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক। পরে একটি বর্ণিল শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। অন্যদিকে নগরীর পৌরপার্কে বর্ষবরণের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা জেলা শাখা। জেলা
এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পান্তা-ইলিশ ভোজসহ দিনব্যাপী চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
