স্টাফ রিপোর্টার:–
চাঁদপুরের সাবেক এমসিএ, মহকুমা প্রশাসক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল সন্ধ্যায় পুরাণবাজার মধুসূদন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় নিতাইগঞ্জ ডাকঘর স্পোর্টিং ক্লাবকে ৬ উইকিটে হারিয়ে নাইন এমএম ক্রীড়া চক্র চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরন করেন, চাঁদপুরের কৃতী সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল বাশার মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ। ভাই ভাই ক্লাব পরিচালনা কমিটির মহাসচিব জাকারিয়া ভূইয়া ভতুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ভাই ভাই ক্লাবের সভাপতি মিজানুর রহমান খান বাদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, মধু সূধন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ, পৌর সভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমদ বেপারী, কাউন্সিলার আসলাম গাজী। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম।
