কুমিল্লার চান্দিনার কাশিমপুরে নবনির্মিত প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা:–
চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে নবনির্মিত কাশিমপুর অধ্যাপক আলী আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেছেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টি নির্মিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ডেপুটেশনের মাধ্যমে ৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয়টিতে ২শত জন শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইয়ুব আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকরাম উল্লাহ চৌধুরী, সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল হক, মাধাইয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল হোসেন ভূইয়া, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চান্দিনা শাখার সাধারণ সম্পাদক কমল বক্সী, আওয়ামীলীগ নেতা মো. অহিদুল ইসলাম মেম্বার, মহিউদ্দিন মেম্বার, আমেনা মহিউদ্দিন, সাবেক মেম্বার আবদুল মতিন সরকার, মাওলানা শহিদুল্লাহ্ রেজভী প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply