কুমিল্লার তিতাসে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

নাজমুল করিম ফারুক:–
কুমিল্লার তিতাসের কড়িকান্দি গ্রামে আজ ১৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টায় অগ্নিকাণ্ডে ১টি বসতঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
কড়িকান্দি গ্রামের সাবেক ইউপি মেম্বার আবুল কালাম জানায়, শনিবার সকাল সাড়ে ৯টায় হঠাৎ অগ্নিকাণ্ডে তার চৌ-চালা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নগদ ৩ লাখ টাকা, মেয়ের বিয়ে উপলক্ষে পাওয়া স্বর্ণাংলাক-আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডের সময় সামনের লোহার গেইট বন্ধ থাকায় মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ধারনা করা হচেছ, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply