রাজশাহী প্রতিনিধি:–
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ রাজশাহী ক্যাম্পাসের উদ্যোগে শনিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে বাংলা নববর্ষ ১৪২০ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবি রাজশাহী ক্যাম্পাসের একাডেমিক কোঅর্ডিনেটর ও ইনচার্জ প্রফেসর মো: ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর জহুরুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম, ব্যবসায় প্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক মো: তাহিদুর রহমান,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে আভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৩ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এবং পরে নর্দান প্রিমিয়ার লিগ ২০১৩ এর উদ্বোধন করা হয়।এরপর শাহমুখদম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. হাসান ফরিদের প্রকাশনায় লেখক প্রত্যয় হামিদের ‘আলোময় অথৈ আঁধার’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সন্ধ্যায় বাংলা নববর্ষ ১৪২০ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।এতে নর্দান বিশ্ববিদ্যালয় রাজশাহী ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
