জেহাদ হোসেন খোকনঃ–
সাবেক আইন মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্দুল মতিন খসরু এমপি বলেন, দেশের বর্তমান জনসংখ্যার অর্ধেকের ও বেশী নারী জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারীর মর্যাদা ও নারী উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার বহুমাত্রিক পরিকল্পনা নিয়েছেন। নারী শিক্ষণ, নারীর কর্মসংস্থান, নারীর স্বাস্থ্যসেবা সহ সমাজের সর্বস্তরে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ইসলাম ধর্মের সঙ্গে নারীর ক্ষমতায়নের কোন বিরোধ নেই। ধর্ম সর্ম্পকে অজ্ঞতা বা ধর্মকে অপব্যবহার করে ব্যক্তি বা দলীয় স্বার্থ হাসিলের জন্য সমাজে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করা শুধু দন্ডনীয় অপরাধই নয়, ধর্মীয় দৃষ্টিকোন থেকেও পাপ। তিনি আরোও বলেন, গণ জাগরণ মঞ্চের সবাই নাস্তিক নয়। কোন নাস্তিক ব্লগার যদি ইসলাম ধর্ম বা কোন ধর্মের মৌলিক বিশ্বাসে ও চেতনায় আঘাত হানে তা হবে দন্ডনীয় অপরাধ। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই রুপ অপরাধীদের দৃষ্টান্তমৃলক শাস্তির বিধান করতে বদ্বপরিকর। গতকাল ১৩ এপ্রিল কুমিল্লার বুড়িচং উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুড়িচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাদেরা পারভীন আক্তারের সভাপতিত্বে বিশাল এই ত্রি- বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা ৫ আসনের মহিলা এমপি ও কুমিল্লা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জোবেদা খাতুন পারুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহা সম্পাদক সালেহা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মোঃ কামাল হোসেন ও উপজেলা যুবলীগ নেতা অধ্যাপক আলমগীর হোসেন। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মাস্টার, বাকশীমুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, ভারেল্লা ইউপি চেয়ারম্যান মনিরুল মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল হোসেন মাস্টার, হাজী আঃ রশিদ, মিজানুর রহমান, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারী মোঃ কামরুল হাসান, উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক, এরশাদ হোসেন ভুইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নাদেরা পারভীন আক্তারকে সভানেত্রী, সহ সভানেত্রী সামসুন্নাহার, সুরেখা বেহম, সাহিদা বেগম, লাইলী আক্তার ও সামসুন্নাহার বেগম এবং সালামা আক্তার পারভীনকে সাধারন সম্পাদিকা নির্বাচিত করে একটি উপজেলা মহিলা আওয়ামীলীগের কার্যকরী কমিটি গঠন করা হয়।
