ঢাকা :–
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দেশটির সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে আদালতে তলব করা হয়েছে। রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত ওই মামলার অভিযুক্ত সবাইকে তলব করেছেন। ২৩ এপ্রিল তাদের আদালতে হাজির হতে হবে।
বেনজির হত্যা মামলার শুনানি শেষে শনিবার আদালতের বিচারপতি চৌধুরী হাবিবুর রহমান অভিযুক্ত সবাইকে হাজির হওয়ার নির্দেশ দেন। শুনানিতে মুশাররফেরও আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আদালতে যাননি। এ কারণে সংক্ষিপ্ত শুনানি শেষে মামলার কার্যক্রম ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর বেনজির ভুট্টো রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে এক বোমা হামলায় নিহত হন। সেখানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে বেনজিরের ওপর হামলা চালানো হয়। সে সময় পাকিস্তানের ক্ষমতায় ছিলেন জেনারেল পারভেজ মুশারররফ। আইআরআইবি।